ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১:৫২ অপরাহ্ন

পবায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 25, 2022 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: পবায় উপজেলায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।

উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির দায়িত্বে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানমুলক বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

১৫ দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন মহিলাকে এই বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় টেইনার হিসেবে উপস্থিত ছিলেন নাফিসা রহমান চৌধুরী।