ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে বিকেএসপির জন্য ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাজশাহী স্কুলের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার পবা উপজেলার অভয়ের মোড় খিরসিন এলাকায় প্রকল্প এলাকাতেই আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন। তিনি ২৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, বিকেএসপি’র পরিচালক (অর্থ ও প্রশাসন) আনোয়ার হোসেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সোহরাব হোসেন ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।