ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে চার জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 9:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোমবার রাত পৌনে ১১টায় নগরীর রাজপাড়া থানার আপেল ডেকোরেটরের মোড় মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন- মো. মাহবুব (৫২), মো. মালেক (৪৮), মো. বাবু (৪৯) ও মাহফুজুল ইসলাম (২৯)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তার চারজনের কাছ থেকে জুয়া ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।