ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:২৮ পূর্বাহ্ন

সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 9:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কার্পেটিং সড়ক, সিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ১৪ নম্বর ওয়ার্ডে উপশহরে চলমান সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার দুপুরে উপশহরে শাকিলা ভিলা থেকে কাস্টমার্স অফিসার্স মেস পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র।

এ সময় কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী হলেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহাম্মেদ, ইস্তিয়াক আহমেদ উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন জানিয়েছে, ১৪ নম্বর ওয়ার্ডে ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৪৪৫ মিটার কার্পেটিং সড়ক, ২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৫১৯ মিটার কনক্রিট সিমেন্টের সড়ক ও ৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার ৪০৯ মিটার ড্রেন নির্মাণ কাজ চলছে।