ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ৩:২৭ পূর্বাহ্ন

মোহনপুরে ধর্ষণের চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 11:06 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বহুল আলোচিত অন্যের বউ ভাগিয়ে একাধিক বিয়ে করা মোজাফফর হোসেনকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মোজাফফর হোসেন উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের মৃত সুবির উদ্দিনের ছেলে।

একাধিক ব্যক্তির সংসার ভেঙ্গে বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনটি স্ত্রী রয়েছে তার। তবুও বিয়ের স্বাদ মেটেনি মোজাফফর হোসেনের। দুই মাস থেকে কেশরহাট মহিলা কলেজ এলাকায় ভাড়াটিয়া এক ব্যক্তির স্ত্রীকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠে মোজাফফর হোসেন। রাস্তা-ঘাটে ও ফোনে যৌন হয়রানি করতে থাকে জনৈক ব্যক্তির স্ত্রীকে।

গত ১৮ মে সকাল সাড়ে ৭ টার সময় ভাড়াটিয়ার বাড়িতে ঢুকে এক সন্তানের জননী গৃহবধূকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। গত সোমবার সন্ধ্যার সময় বাড়িতে ঢুকে গৃহবধূকে গলা চেপে ধরে হত্যার হুমকি দেয় মোজাফফর হোসেন। রাতে স্বামীর কাছে ঘটনাটি বলেন স্ত্রী। স্বামী -স্ত্রী রাতেই মোহনপুর থানায় আসেন অভিযোগ করতে। পিছু নেয় মোজাফফর হোসেন ও তার বাহিনী।

রাত ৯ টার সময় থানা থেকে বের হলে মোজাফফর হোসেনসহ লোকজন স্বামী-স্ত্রীকে এলাকা ছাড়া করার হুমকি দিতে থাকে। কৌশলে তিনি থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান। দ্রুত পুলিশ পাঠিয়ে থানার মোড় থেকে মোজাফফর হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গৃহবধূ বাদি হয়ে মোজাফফর হোসেনকে আসামি করে ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ মোজাফফর হোসেনকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি দেখিয়ে গ্রেফতার করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মোজাফফর হোসেনের বিরুদ্ধে অন্যের বউ ভাগিয়ে বিয়ে করার একাধিক অভিযোগ রয়েছে। গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।