ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

মাঙ্কিপক্স ঠেকাতে সোনামসজিদ স্থলবন্দরে সতর্কতা

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 11:22 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: নতুন সংক্রমণ মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েরা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে সকাল থেকে এ সর্তকতা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সোনামসজিদ স্থলবন্দরে স্বাস্থ্য বিভাগের একটি টিম কাজ করছে। সোমবার দুই সদস্য বিশিষ্ট সেই টিমকে বাড়তি সর্তক করা হয়েছে। ভারত থেকে কোনো যাত্রীর দেহে মাঙ্কিপক্স দেখা দিলে স্বাস্থ্যবিভাগকে জানাবে। পরে তাদেরকে আলাদাভাবে আইসোলেশন করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যেসব যাত্রী ভারত থেকে আসছে তাদের পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ, স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস বলে জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে আমরা একটি সতর্কতা জারিপত্র পেয়েছি। স্থলবন্দরে আগে থেকেই একটি মেডিকেল টিম কাজ করছে। তাদেরকে আরও সর্তক করা হয়েছে। ভারত থেকে সকল যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যদিও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো যাত্রী ভারতে প্রবেশের অনুমতি দেয়নি সেদেশের ইমিগ্রেশন বিভাগ।