ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু রাজশাহী ক্রিকেট টুর্নামেন্টের আইকন প্লেয়ার্স ড্রাফট

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 9:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমানা গ্রুপ বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের’ দ্বিতীয় আসর। এই টুর্নামেন্ট উপলক্ষে আইকন প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজশাহী মহানগরীর চারতারকা হোটেলের ফুড কর্নারে এর আয়োজন করা হয়।

লটারী ভাগ্য জিতে প্রথম প্লেয়ার ডাকার সুযোগ পায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ। তারা দলে ভেড়ায় ক্রিকেটার ফরহাদ হোসেনকে। পরের সুযোগে সেন্টিনেলস দলে টানে জাতীয় দলের তারকা পেসার শফিউল ইসলামকে। তৃতীয় ডাকে মুক্তি সংঘ আস্থা রাখে জাতীয় দলের অলরাউন্ডার মুক্তার আলীতে।

এরপর রাইমা রেঞ্জার্স রাজশাহী বিভাগীয় দলের ওপেনার মিজানুর রহমানকে দলে টানলে, পরবর্তী ডাকে ন্যাশন টেক ক্রিকেটার্সের সামনে কেবলমাত্র জাতীয় দলের দুই স্লো লেফ্টআর্ম অর্থোডক্স সানজামুল ইসলাম এবং সাকলায়েন সজীবকে দলে ভেড়ানোর সুযোগ থাকে। ন্যাশন টেক সানজামুলকে বেছে নিলে ফাইটার রাজশাহী সাকলায়েন সজীবের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

ড্রাফট অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের পাশাপাশি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের জ্যেষ্ঠ ক্রিকেটার জহুরুল ইসলাম অমি এবং সংবাদিক ও সাবেক ক্রিকেটার কবীর তুহিন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় দলের ক্রিকেটার সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, শাহাজাদা হোসেন, মিজানুর রহমান, সৌরভ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী দলগুলোকে রাজশাহীর ক্রিকেটের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানান জহুরুল ইসলাম।