ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ৯:০৪ অপরাহ্ন

চালভর্তি ট্রাকে হেরোইন পাচারকালে চালক-হেলপার গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, May 24, 2022 - 9:02 pm

স্টাফ রিপোর্টার: চালভর্তি ট্রাকে হেরোইন পাচারের অভিযোগে রাজশাহীতে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের ট্রাক থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনও উদ্ধার করেছে। সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার গোপালপুর মাছমারা গ্রামের মো. পলাশ (২৪) ও বসন্তপুর তিলিবাড়ি গ্রামের রবিউল ইসলাম (২৫)। এদের মধ্যে পলাশ চালক, রবিউল হেলপার। রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পলাশ ও রবিউল গোদাগাড়ীর মাদারপুরের মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের (৩৬) কাছ থেকে হেরোইন নিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তারা দীর্ঘ দিন ধরেই এভাবে পণ্যবাহী ট্রাকে হেরোইন পাচার করে আসছিলেন। চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।