ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৮:০৯ অপরাহ্ন

নাটোরে ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষক নিহত

  • আপডেট: Monday, May 23, 2022 - 8:29 pm

 

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাক্টর চাপায় আইয়ুব আলী (৩৪) নামের মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটোভ্যান চালক আহত হয়েছেন।

সোমবার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষক চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আলহাজ আকবর আলীর ছেলে।

দুর্ঘটনার পর ট্রাক্টর চালক সাকিল (১৮)কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সাকিল সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার জসমত আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শিক্ষক আইয়ুব আলী সিংড়া থেকে মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে জেলা ট্রাক্টর মালিক সমিতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ওই শিক্ষকের মোটরসাইকেলসহ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানগাড়ী দুমড়ে মুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শিক্ষক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টর জব্দ ও চালককে আটক করা হয়েছে।