সোনালী সংবাদ

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমাবেশে উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠণ করা হয়।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান সেলিম রেজাকে আহ্বায়ক ও দীপক চন্দ্র কবিরাজকে সদস্য সচিব মনোনীত করে দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুর্গাপুর উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মাহমুদ হাসান ফয়সল।

মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল জেলা শাখার সদস্য মাসুদ রানার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, নছিমুদ্দিন নাছিম, শ্রী পরমেশ, মুনছুর রহমানসহ বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিকসহ সুধীজন।

Exit mobile version