ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ২:২৯ অপরাহ্ন

মোহনপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

  • আপডেট: Monday, May 23, 2022 - 9:35 pm

 

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলায় পৌনে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার সময় উপজেলার কোটালিপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কোটালিপাড়া দক্ষিণ পাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে রিফাত হোসেন (১৫) একই গ্রামের জনৈক ব্যক্তির পৌনে পাঁচ বছরের শিশু কন্যাকে দাদার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হাফ কিলোমিটার পশ্চিমে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে ধর্ষক রিফাত হোসেন পালিয়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক রিফাত হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষক রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।