ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:২২ অপরাহ্ন

আরএমপি ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপডেট: Saturday, May 21, 2022 - 10:23 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলে পুলিশ কনস্টেবল ও নায়েকদের ষষ্ঠ ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর সমন্বয় ও পরিচালনায় এর আয়োজন করা হয়েছে। শনিবার সকালে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

এ সময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।