ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ফুটপাত উদ্ধারে অভিযান

  • আপডেট: Saturday, May 21, 2022 - 10:48 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদুল হাসান।

অভিয়ানে তিনি ফুটপাত থেকে সকল প্রকার পণ্য ও ব্যবসার জন্য রাখা ভ্যান, চৌকি, টেবিল অপসারণ করে ফুটপাতমুক্ত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। ব্যবসায়ীরা ফুটপাত থেকে এসব সরিয়ে নেন। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউকে জরিমানা করেননি।

এনডিসি মাহমুদুল হাসান জানান, জেলা প্রশাসন জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে তৎপর রয়েছে। ব্যবসায়ীদের সাবধান করার জন্য শনিবার জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এখন থেকে নিয়মিত এ বিষয়টি মনিটরিং করা হবে। সাবধান করার পরও যদি ফুটপাত দখল হয় তাহলে তারাও কঠোর হবেন।