ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত, আহত ৬

  • আপডেট: Saturday, May 21, 2022 - 11:18 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে একটি ধানবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজনের মৃত্যু এবং ৬ শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সড়কের নয়ানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার মোঃ শাহেদ দফাদারের ছেলে মোঃ শাজাহান আলী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, শনিবার দুপুরে একটি ধান বোঝাই ট্রাক্টর রাজশাহীর তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে নয়ানগরের মের্সাস সেতু অটো রাইস মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাক্টরে থাকা ১২ জন শ্রমিক ধানের বস্তার নিচে চাপা পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহত ৭ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। ভর্তির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান আলী নামে এক শ্রমিক মারা যায়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে ২ জন ভর্তি আছে।