ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:২৪ পূর্বাহ্ন

বিশ্ব মেডিটেশন দিবস কাল

  • আপডেট: Friday, May 20, 2022 - 10:37 pm

 

স্টাফ রিপোর্টার: শনিবার বিশ্ব মেডিটেশন দিবস। বাংলাদেশেও দ্বিতীয় বারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালিত হচ্ছে।

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে একযোগে লাখো মানুষকে নিয়ে শনিবার সকাল সাড়ে ৬টায় লালন শাহ মুক্তমঞ্চে সার্বজনীন মেডিটেশন অনুষ্ঠিত হবে।

এরই অংশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের উদ্যোগে ১২টি ভেন্যুতে আয়োজন করা হয় বিশ্ব মেডিটেশন দিবসের কর্মসূচি।

বাংলাদেশ শিশু অ্যাকাডেমী রাজশাহীসহ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দুপুর সাড়ে তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।