ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

হেরোইন সেবনকালে সম্পাদক গ্রেপ্তার হওয়ার পর কমিটি বিলুপ্ত

  • আপডেট: Friday, May 20, 2022 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: হেরোইন সেবনের সময় রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়েছে।

রাজশাহী জেলা ছাত্রলীগের ‘জরুরি সিদ্ধান্ত’ মোতাবেক এই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তানোর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে রাজশাহী জেলা ছাত্রলীগ। একই কারণ দেখিয়ে আলাদা বিজ্ঞপ্তিতে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই উপজেলার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ থেকে ৩০ মে’র মধ্যে জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সাগর ও সাংগঠনিক সম্পাদক ফারজানা মোস্তারী তৃষা তানোরের আগ্রহীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করবেন। আর গোদাগাড়ীর জীবনবৃত্তান্ত নেবেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আল মুহিত ও সহ-সভাপতি মো. হাসান।

এর আগে বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন দুই সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার অন্য দুজন হলেন- ছাত্রলীগ কর্মী আকতার হোসেন লিটন ও হাফিজুর রহমান। তানোর পৌরসভার মাসিন্দা মহল্লার এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, একটি বাড়িতে বসে হেরোইন সেবনের সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS