ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর ব্যাগ নিয়ে গেল ছিনতাইকারী

  • আপডেট: Friday, May 20, 2022 - 9:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এবার এক নারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ‘বাইক বাহিনী’র এক ছিনতাইকারী। শুক্রবার দুপুরে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ইফফাত জাহান রিতা (৪১) নামের ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজের স্ত্রী।

অভিযোগে ইফফাত জাহান বলেছেন, দুপুরে তিনি রেলগেট থেকে রিকশায় চড়ে নিউমার্কেট এলাকায় যাচ্ছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি বাইক নিয়ে এসে তাঁর ডান হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ধরে টান দেয়। ওই ব্যক্তি ভ্যানেটি ব্যাগটি নিয়েই দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভ্যানেটি ব্যাগে একটি স্মার্টফোন ও নগদ প্রায় ২ হাজার ৪০০ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি সঠিক। লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই ছিনতাইকারী ধরা পড়বে। ব্যাগও উদ্ধার হবে।