ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ৮:৪৬ অপরাহ্ন

বাঘায় সড়ক দুঘর্টনায় আম ব্যবসায়ী নিহত

  • আপডেট: Friday, May 20, 2022 - 10:45 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় সড়ক দুঘর্টনার ৪ দিন পর হজরত আলী (৪৫) নামের এক আম ব্যবসায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় মৃত্যু বরণ করেন।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউপির সেয়দপুর গ্রামের সাদেক আলীর ছেলে খুচরা আম ব্যবসায়ী হজরত আলী গত মঙ্গলবার অটো-ভ্যান যোগে বাড়ি থেকে ঈশ^রদী যাচ্ছিলেন। যাওয়ার পথে বাঘা-লালপুর সড়কের পাকপাড়া নামক স্থানে ঢাকা থেকে বাঘায় ফেরার পথে সুপার সনি পরিবহন অটো-ভ্যানকে ধাক্কা দিলে এ দুঘর্টনায় হজরত আলী গুরুতর আহত হন।

তাকে উদ্ধার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেলে চিকিৎসা রত অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে হজরত আলী মৃত্যু হয়। শুক্রবার বিকেলে হজরত আলীর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।