ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ

  • আপডেট: Friday, May 20, 2022 - 10:59 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নিয়ামতপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে চন্দননগর ইউনিয়ন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা প্রমূখ।