ঢাকা | মে ১৯, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

ড্রয়েই শেষ চট্টগ্রাম টেস্ট

  • আপডেট: Thursday, May 19, 2022 - 7:36 pm

 

অনলাইন ডেস্ক: চতুর্থ দিনে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডের ৩৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। পঞ্চম দিনের শুরুতেই ভাবনা ছিল, হয়তো দ্রুতই লঙ্কানদের উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

কিন্তু সেটা আর হলো কই? ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ড্র মেনে নিয়েছে দু’দল। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই পক্ষ। প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ।

তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বাংলাদেশ দল নাটকীয়তার আশা জাগিয়েছিল। কিন্তু সব সম্ভাবনা মিইয়ে দিয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা। এ দুজনের ব্যাটেই নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে টেস্টটি।

১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া লঙ্কানদের বাঁচিয়েছে এই জুটি। ৩৩.৫ ওভার খেলে তারা যোগ করেন ৯৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৫

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬ (আগের দিন ৩৯/২) (করুনারত্নে ৫২, মেন্ডিস ৪৮, ম্যাথিউস ০, ধনাঞ্জয়া ৩৩, চান্দিমাল ৩৯*, ডিকভেলা ৬১*; নাঈম ২৩-৫-৭৯-০, খালেদ ৭-২-৩৭-০, সাকিব ২৫-৫-৫৮-১, তাইজুল ৩৪-৯-৮২-৪, শান্ত ১-০-২-০)

ফল: ম্যাচ ড্র

Hi-performance fast WordPress hosting by FireVPS