ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:১৭ পূর্বাহ্ন

হেরোইন সেবনের সময় ধরা খেল তানোর ছাত্রলীগের সম্পাদক

  • আপডেট: Thursday, May 19, 2022 - 11:05 pm

তানোর প্রতিনিধি: তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন হেরোইন সেবনের সময় ২ সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ কালীগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাব আলীর বাড়িতে অভিযান চালায়।

এসময় হেরোইন সেবনের সময় হাতে নাতে তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাসারদীঘি গ্রামের আবুল সরদারের পুত্র সারোয়ার হোসেন শাওন (২৬) মাসিন্দা গ্রামের আলতাব আলীর পুত্র লিটন (৩৬) ও ভাটপাড়া গ্রামের মোজাহারুলের পুত্র হাফিজুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।