ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৩৪ অপরাহ্ন

লালপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

  • আপডেট: Thursday, May 19, 2022 - 11:07 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে লাভলী খাতুন (৩০) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ওমরপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলাম বাড়িতে না থাকায় তার স্ত্রী মোছা. লাভলী খাতুন সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।