ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:২৭ পূর্বাহ্ন

মানব সেবা অভিযানের বার্ষিক সেবা অনুষ্ঠান

  • আপডেট: Thursday, May 19, 2022 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযানের বার্ষিক সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আরিফ আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডা. মোহাম্মদ আসিফ ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন মানব সেবা অভিযানের সাবেক সভাপতি প্রফেসর ড. প্রফেসর সফিকুন্নবী সামাদী, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদা সলতানা, মানব সেবা অভিযানের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নাচোল সরকারী কলেজের প্রফেসর স.ম আব্দুস সামাদ আজাদ, সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপপরিচালক মোজাম্মেল হক ও শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন।

অনুষ্ঠানে ১৩৬ জনকে সহায়তা করা হয়। এর মধ্যে তিনজন নারীকে সেলাই মেশিন, ১২জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৯টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ, আটজন কৃতি শিক্ষার্থীকে মাসিক বৃত্তি, পাঁচজন মেডিকেল শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, আটজনকে এককালিন বৃত্তি, ৩০ জনকে শিক্ষা সহায়তা, বিবাহ তহবিল থেকে তিনজনকে আর্থিক সহায়তা এবং ৫৮ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।