ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:৫৬ পূর্বাহ্ন

পবা মান্দা ও পোরশায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, May 19, 2022 - 11:17 pm

 

সোনালী ডেস্ক: পবা, মান্দা ও পোরশা উপজেলায় গতকাল বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পবা
পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় টাইব্রেকারে হরিয়ান ইউনিয়ন পরিষদ দলকে ৩-১ গোলে পরাজিত করে নওহাটা পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক ও দিদার হোসেন ভুলু, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মাননান।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পরানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে কশব ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। সভায় অন্যদের বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, প্রধান শিক্ষক আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ প্রমূখ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, পোরশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পোরশা সরকারি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। গোল শুন্য খেলাটি শেষ হওয়ায় ট্রাইবেকারে প্রথম অবস্থায় সমতা থাকলেও ২য় ট্রাইবেকারে ঘাটনগর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে তেতুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক জামিল সরকার। ইউএনও নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।