ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:৪৪ পূর্বাহ্ন

একটি অপশক্তি ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে: লিটন

  • আপডেট: Wednesday, May 18, 2022 - 9:35 pm

গোদাগাড়ী প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের উন্নয়ন ও প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগের বিরুদ্ধে একটি অপশক্তি ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। আর এই অপশক্তির নেতৃত্বে রয়েছে বিএনপি জামায়াত। আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে থেকে অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

বুধবার বিকাল ৩টায় মাটিকাটা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ কথাগুলি বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর রাজশাহী অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছিলেন গোদাগাড়ী –তানোরের সংসদ সদস্য ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামরুজ্জামান। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যা পর উন্নয়ন বন্ধ করে স্বাধীনতা বিরোধীরা লুটপাট চালায়। ২০০৯ সালে শহীদ কামরুজ্জামানের বোনের ছেলে ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে গোদাগাড়ী-তানোরকে আওয়ামী লীগের দূর্গ হিসাবে গড়ে তুলেছে।

সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের তূণমূল পর্যায়ের নেতৃত্ব ত্যাগি সৎ নেতাদেরকে জায়গা দিতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী,সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম বেগম আখতার জাহান, আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামীলীগ সভাপতি অনিল কুমার সরকার,সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবল সরকার প্রমূখ।