ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:২১ পূর্বাহ্ন

ব্যাটে লেগেছিল বল, বাংলাদেশ বুঝতেই পারেনি!

  • আপডেট: Monday, May 16, 2022 - 11:15 am

অনলাইন ডেস্ক:  চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকদের চাওয়া তাদের দ্রুত অলআউট করে ৪০০ রানের মধ্যে সফরকারীদের আটকে দেওয়া। ১০৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ১৩৫ রানে ম্যাথিউস ও ৪৭ রানে ব্যাট করছেন চান্দিমাল।

১১৯ রানেই ম্যাথিউসকে ফেরাতে পারতো বাংলাদেশ। ৯৪তম ওভারে খালেদের বল ম্যাথিউসের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। কিন্তু বাংলাদেশের দলের কেউই সেটি বুঝতে পারেনি। বোলার খালেদও কোনো আবেদন করেনি। অথচ জোড়ালো আবেদন করলেই ম্যাথিউসকে সাজঘরে পাঠানো যেত। কিন্তু হেলায় সেই সুযোগ হারিয়েছে স্বাগতিকরা।

আলট্রা এজে দেখা গেছে, বল ম্যাথুজের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। টিভিতেও হালকা শোনা গেছে তার শব্দ।

সোনালী/জেআর