ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:০১ অপরাহ্ন

ট্রেনে স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত

  • আপডেট: Friday, May 13, 2022 - 8:26 pm

 

অনলাইন ডেস্ক: করোনার কারণে দুই বছর বন্ধ রাখার পর ফের আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ‘স্ট্যান্ডিং টিকেট’বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, বৃহস্পতিবার রেলভবনে এক বৈঠকে শোভন শ্রেণির এই টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়।

এছাড়া তিনি জানান, এখন স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা ভাড়া দিচ্ছেন না। আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। টিকেট ছাড়াই উঠে যায়। জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে এই সিদ্ধান্ত। তবে কবে থেকে, কত শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হবে, তা আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, করোনার প্রথম বছর ‘লকডাউনে’৬৭ দিন বন্ধ থাকে ট্রেন চলাচল। ওই বছর ৩১ মে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনে যাত্রী বহন শুরু হয়। সংক্রমণ কমে এলে ওই বছরের সেপ্টেম্বরেই সব আসনে যাত্রী বহন শুরু হয়। কিন্তু দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধে স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ রাখা ছিলো।