ঢাকা | মে ২২, ২০২৫ - ১:১১ অপরাহ্ন

শিরোনাম

সপ্তাহান্তে ‘শান’ এর দাপট, বাড়ছে হল সংখ্যা

  • আপডেট: Friday, May 13, 2022 - 8:36 pm

 

অনলাইন ডেস্ক: প্রায় আড়াই বছর পর সিনেমা হল খোলা এবং ঈদ উৎসবে সিনেমা মুক্তি, সব মিলিয়ে সিনেমাপাড়া বেশ চাঙা হয়ে উঠেছে। ঈদের দশম দিনেও সিনেমা হলে দর্শকের উন্মাদনা একটুও কমেনি বরং বাড়ছে।

ঈদে ৩৪ হলে মুক্তি পেলেও দশম দিন থেকে আরও নতুন হলসহ মোট ৪০ হলে এখন চলছে ‘শান’ সিনেমা। এমনটাই জানিয়েছে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়া। মুক্তির পর হলে দর্শক ভিড় এবং আগ্রহে হল মালিকরাও বেশ আগ্রহ দেখাচ্ছেন সিনেমাটি নিয়ে।

হল মালিকরা জানান, ‘শান’ ছবিটি দর্শক গ্রহণ করেছেন এবং বেশ প্রশংসা করছেন। অনেকগুলো শো হাউজফুল গেছে এমনকি এখনও যাচ্ছে। এখন পর্যন্ত ‘শান’ দর্শক আগ্রহ এবং প্রশংসার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে।

‘শান’ রাজধানীসহ জেলা শহরের প্রেক্ষাগৃহগুলোতে বেশ ভালো দর্শক সাড়া পেয়েছে। চিত্রনায়ক সিয়াম সহ এই ছবির কলাকুশলীরা ‘শান’ এর প্রচারণা চালিয়ে যাওয়ায় ছবিটি এখনও দর্শকদের কাছে বেশ আগ্রহ ধরে রেখেছে।

আজাদা খানের গল্প এবং নাজিমুদ্দৌলার চিত্রনাট্য, এম রাহিমের পরিচালনায় এতে অভিনয় করেন সিয়াম, পূজা, তাসকিন, মুরাদ পারভেজ, নাদের চৌধুরী প্রমুখ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS