ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:১৮ অপরাহ্ন

বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ

  • আপডেট: Friday, May 13, 2022 - 8:49 pm

 

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী এখন সাত মাসের অন্তঃসত্বা হয়েছে। এ বিষয়ে পুলিশকে অভিযোগ করা হলে আদালতে মামলা করার কথা বলা হয়।

জানা গেছে, উপজেলার এক বিধবা নারীর সাথে বিয়ের প্রলোভন দিয়ে সেন্টু আলী (৪৭) নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছে। ধর্ষণের এক পর্যায়ে বিধাব নারী অন্তঃসত্বা হয়ে পড়েছে। তাকে বিয়ের জন্য বারবার বলা হলেও বিধবার কথা কোন কর্ণপাত করেনি সেন্টু।

ধর্ষিত ওই নারী কোন উপায় না পেয়ে গত বৃহস্পতিবার বাঘা থানায় এসে পুলিশকে অবগত করা হলে, তাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। অভিযুক্ত সেন্টু আলী উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে।

এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে অবগত রয়েছি। বিষয়টি স্থানীয়দের নিয়ে সমঝোতায় বসবো।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে অবগত রয়েছি। তাকে আদালতের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।