ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৫:৩০ অপরাহ্ন

তানোরে সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 13, 2022 - 9:01 pm

 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৪ বছর থেকে আত্মগোপনে থাকা প্রতারণা মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ড পলাতক আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর সাপাহার থানা এলাকা থেকে গ্রেপ্তার ৪ বছর থেকে পলাতক আসামি মনিরুল ইসলাম ওরফে স্বপন (৩২) সে তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আমজেদ আলীর পুত্র।

এছাড়াও পৃথক অভিযানে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক অপর আসামী তালন্দ গ্রামের মৃত মেরু মন্ডলের পুত্র সাইদুর রহমান (৪৪) তার স্ত্রী আনোয়ারা বিবি (৪০), পুত্র আনারুল ইসলাম (২৩) এবং একই গ্রামের মৃত পদা চন্দ্র প্রামানিকের পুত্র স্বপন কুমার প্রামানিক (৪৫)।

অপর দিকে তানোর থানার মামলার আসামী হরিশপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র তোফাজ্জল হোসেন (৪৫) ও তার ভাই সাইফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১জনকে নওগাঁ জেলার সাপাহার থানা এরাকা থেকে অন্যদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।