ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১২:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ১৪০০ ইয়াবা বড়িসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 13, 2022 - 9:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আলাদা দুটি অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চারঘাটের থানাপাড়া মহল্লার সাকলাইন মোস্তাক ওরফে ইমন (২৬) এবং সিপাইপাড়া গ্রামের আজিজুল হক (৩৮) ও রায়হান আলী ওরফে রাহান (২৫)। জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সাকলাইন মোস্তাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার পিস ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন মো. রুমন (৩৫) ও এসএম মহিউদ্দিন সাকি (২২) নামে আরও দুজন পালিয়ে গেছেন। এ নিয়ে তিনজনের বিরুদ্ধেই চারঘাট থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার ভোররাতে চারঘাটের ইউসুফপুর সিপাহীপাড়া গ্রামে আজিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা বড়িসহ আজিজুল ও রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাদক আইনে একটি মামলা করা হয়ে