ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:২২ অপরাহ্ন

বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

  • আপডেট: Friday, May 13, 2022 - 9:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী।

বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই চ্যাম্পিয়নশীপের আয়োজক রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আল মাসুদ সিদ্দিকী শিবলী, দ্বিতীয় বিভাগ খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য শামসুজ্জামান রতন।