ঢাকা | মে ১৪, ২০২৫ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

পুলিশকে হারিয়ে লীগের শীর্ষে বসুন্ধরা কিংস

  • আপডেট: Thursday, May 12, 2022 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: বিপিএল ফুটবলের ফিরতি লীগের খেলায় পুলিশ এফসি‘র নিজ ভেন্যুতে ২-১ গোলে পরাজিত করে বসুন্ধারা কিংস ১৫ খেলা শেষে ৩৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। এদিকে পুলিশ সমপরিমাণ খেলে ২২ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে।

১ম পর্বে বসুন্ধারা কিংস তাদের নিজ ভেন্যু বসুন্ধারা স্পোটর্স কমপ্লেক্সে পুলিশ এফসিকে ২-০ গোলে পরাজিত করে। বৃহস্পতিবার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের দ্বিতীয় পর্বের খেলায় বন্ধুন্ধারা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়াড মিগুয়েল ফেরেরা জোড়া গোলে বন্ধুন্ধারা কিংস জয়লাভ করে। প্রথমার্ধের ১২ ও ৩০ মিনিটে গোল দুটি করে মিগুয়েল।

খেলা ৮২ মিনিটে পুলিশ এফসি‘র ইয়াও কিস্টিয়ানকে ডি বক্সে অবৈধভাবে বাধা দিলে রেফারী জিএম চৌধুরী নয়ন পেনাল্টি দিলে অধিনায়ক ড্যানিয়েলো গোল করে ব্যবধান কমান। খেলা শেষ বাঁশি বাজার পর পুলিশ এফসি’র অধিনায়ক ড্যানিয়েলো শেষ মুহুর্ত্বে একটি ফাউলের জন্য রেফারীর দিকে তেড়ে গেলে বসুন্ধারা কিংসের অতিরিক্ত খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের সাথে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে মাঠে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীদের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS