ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:৫৬ অপরাহ্ন

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের

  • আপডেট: Thursday, May 12, 2022 - 7:13 pm

 

অনলাইন ডেস্ক: ঈদ এলেই সব সময় বাড়ে সড়কে দুর্ঘটনার সংখ্যা। এবার ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যানজট তেমন একটা পোহাতে হয়নি যাত্রীদের। তবে এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বহু বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটি বলছে, ২৬ এপ্রিল ঈদযাত্রা শুরু ধরে কর্মস্থলে ফেরার শেষ দিন ১০ মে পর্যন্ত এই ১৫ দিনে ৩৭২ টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। ২০২১ সালের ঈদ উল ফিতরে যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবার ঈদে সড়ক দুর্ঘটনা ১৪.৫১ শতাংশ, নিহত ২২.৩৫ শতাংশ ও আহত ২৬.৩০ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিদায়ী পবিত্র ঈদ উল ফিতরে যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ৮৪৪ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েট দুর্ঘটনা কেন্দ্রের পরিচালক ড. হাদিউজ্জামান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এম মনিরুল হকসহ সংগঠনটির নেতারা।