ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:২১ পূর্বাহ্ন

রনিল বিক্রমাসিংহে হচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী?

  • আপডেট: Thursday, May 12, 2022 - 11:35 am

অনলাইন ডেস্ক: অর্থনৈতিক সঙ্কটকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভ সংঘাতের মধ্যে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের দুই দিন পার হলো।

পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দেশটির রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে নানামুখি আলোচনা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন।

এই যেমন বুধবার সন্ধ্যায় তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর থেকে জল্পনা, প্রধানমন্ত্রী পদের জন্য পরবর্তী পছন্দ হিসেবে রনিল বিক্রমাসিংহেকে বেছে নেওয়া হতে পারে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, রনিল বিক্রমাসিংহের সঙ্গে প্রেসিডেন্ট বুধবার সন্ধ্যায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে গোতাবায়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছেন।

সোনালী/জেআর