ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৫২ পূর্বাহ্ন

এবার নারী আইপিএলে ডাক পেলেন শারমিন সুপ্তা

  • আপডেট: Thursday, May 12, 2022 - 1:55 pm

অনলাইন ডেস্ক: নারীদের আইপিএল বা উইমেন্স টি-২০ চ্যালেঞ্জে বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এর আগে নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন টি-২০ এই লিগে ডাক পেয়েছেন।

আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হবে এবারের নারীদের আইপিএল বা উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখান সালমা। যে কারণে দ্বিতীয়বারের মতো আইপিএলে ডাক পেয়েছেন তিনি।

অন্যদিকে শারমিন সুপ্তা ব্যাট হাতে বিশ্বকাপে ও বিশ্বকাপ বাছাইপর্বে রান পেয়েছেন। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের বাছাইপর্বে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়েন। আইপিএলে ডাক পাওয়া তারই সুফল।

এর আগে আইপিএলের গত আসরে খেলেছিলেন স্পিন অলরাউন্ডার সালমা খাতুন ও পেসার জাহানারা আলম। বল হাতে ওই আসরে দারুণ পারফরম্যান্স করেন সালমা।

সোনালী/জেআর