ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:৫৩ অপরাহ্ন

গোমস্তাপুরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, May 11, 2022 - 10:39 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা সড়কের নজরপুর রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম কসাই (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতপুর গ্রামে তার দ্বিতীয় স্ত্রী লালবানু বেগমের বাড়িতে গত মঙ্গলবার রাতে নজরুল ইসলাম কসাই ঘুমিয়েছিল। মধ্যরাতে হঠাৎ একটি ফোনকল আসলে নজরুল ইসলাম (কসাই) বাড়ি থেকে বের হয়। সকালে রাস্তার পাশে তার লাশ দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত নজরুল ইসলাম (কসাই) এর তিনটি স্ত্রী রয়েছে বলে জানা গেছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকারি যেই হোক না কেন তাকে দ্রুত গ্রপ্তার করা হবে।