ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১৯ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

  • আপডেট: Wednesday, May 11, 2022 - 9:57 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সিএন্ডবি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুপুরে রাজশাহী থেকে শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে সিন্ডবি এলাকায় বাসটির চাকা পাংচার হয়ে যায়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা দিয়ে উলটে যায়। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্য তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।