ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

ইউসেপ রাজশাহীর নিয়োগকর্তা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, May 11, 2022 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির সভা ইউসেপ রাজশাহী রিজিওনাল কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী নিয়োগকর্তা কমিটির চেয়ারপারসন শিবাব্রত রায়। সভাটি সঞ্চালন করেন নিয়োগকর্তা কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।

সভায় কমিটির ভাইস-চেয়ারপারসন আঞ্জুমান আরা পারভিন লিপিসহ সদস্যবৃন্দ, রাজশাহীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউসেপ রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউসেপ রাজশাহীর ২০২১ সালের অর্জন এবং ২০২২ সালের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।