ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:২৫ অপরাহ্ন

অ্যান্ড্রয়েডে তৃতীয় পক্ষের অ্যাপে কল রেকর্ডিং বন্ধ

  • আপডেট: Wednesday, May 11, 2022 - 1:50 pm

অনলাইন ডেস্ক: আজ থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করা যাবে না। নীতিমালায় পরিবর্তন আনায় প্লেস্টোর থেকে তৃতীয় পক্ষের সব ধরনের রেকর্ডিং অ্যাপের কার্যক্রম বাতিল করেছে গুগল। তৃতীয় পক্ষের অ্যাপের বদলে গুগল ডায়ালারের মাধ্যমে কল রেকর্ড করা যাবে।

মূলত থার্ড পার্টি অ্যাপগুলো তাদের নিজস্ব সার্ভারে রেকর্ড করা কল সংরক্ষণ করে, যার ফলে ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার শঙ্কা থাকে। এ কারণেই তৃতীয় পক্ষের অ্যাপে রেকর্ডিং সুবিধা বন্ধ করছে গুগল। গুগলের এ ঘোষণার পর অতি পরিচিত ট্রুকলার অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের নীতিমালা মেনে তারা তাদের অ্যাপের কল রেকর্ডিং ফিচার বন্ধ করছে।

থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপের সঙ্গে গুগল ডায়ালার অ্যাপের মূল পার্থক্য হচ্ছে, গুগল ডায়ালারের মাধ্যমে যখন কোনো কল রেকর্ড করা হবে, তখন এটি বিশেষ ধরনের ভয়েস সৃষ্টি করবে, যাতে কথোপকথন চালিয়ে যাওয়া উভয় ব্যক্তিই বুঝতে পারে, কল রেকর্ডিং শুরু হচ্ছে। কিন্তু তৃতীয় পক্ষের অ্যাপের ক্ষেত্রে এ ধরনের ভয়েস শোনা যায় না। ফলে একজন অন্যজনের অজান্তে কল রেকর্ড করতে পারে।

সোনালী/জেআর