ঢাকা | মে ১৩, ২০২৫ - ১২:০৯ অপরাহ্ন

শব্দদূষণ নিয়ন্ত্রণে নগরীতে অভিযান অব্যাহত

  • আপডেট: Tuesday, May 10, 2022 - 10:46 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আবারও অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে ‘সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বেলা ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত এই অভিযান চলে। শব্দদূষণে বিশ্বে চতুর্থ হওয়ার পর থেকে রাজশাহীতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।

আদালতে একটি ট্রাকে মাত্রার অতিরিক্ত মাত্রায় হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও অনেক গাড়ির চালককে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ বিশেষ অভিযান চলমান থাকবে।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS