ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:৩২ অপরাহ্ন

বাঘায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 10, 2022 - 10:10 pm

বাঘা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় আড়ানী ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করেন বাউসা ইউনিয়ন পরিষদ।

বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনামেন্টের উদ্বোধন করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দীন লাভলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ তুফান, রফিকুল ইসলাম, ডি এম মনোয়ার বাবুল, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সভাপতি আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ।