ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

বাগমারায় ভিটাজমিতে পুকুর খননের অভিযোগ

  • আপডেট: Tuesday, May 10, 2022 - 10:01 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বসতবাড়ি হুমকিতে রেখে ভিটাজমিতে পুকুর খনন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমির কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার ঝিকার ইউপির সদস্য মানিক প্রামানিক এলাকাবাসীর পক্ষে অভিযোগটি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়নের জোয়ানবাগ কালিকাতলা নামক স্থানে গ্রামের মধ্যে কলেজ শিক্ষক আব্দুর রাজ্জাক বাবুলের নেতৃত্বে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একত্রিত হয়ে বসতবাড়ি সংলগ্ন ভিটাজমিতে অবৈধভাবে পুকুর খনন কাজ শুরু করেছেন। খননকৃত ওই পুকুর পাড়ের চারদিকে আম-কাঁঠালসহ বিভিন্ন ধরনের ফলজ গাছের বাগান ও ১০/১২টি বসতবাড়ি রয়েছে। সেখানে পুকুর খনন করা হলে ওইসব গাছপালা ও বসতবাড়ি হুমকির মুখে পড়বে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।