ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৯:৫২ পূর্বাহ্ন

নওহাটায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, May 10, 2022 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: নওহাটায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পবা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে ৭ শ্রেণির ওই স্কুলছাত্রী নওহাটায় প্রাইভেট পড়তে আসলে রাতুল ইসলাম (১৮) নামের এক বখাটে ছেলে নিজ বাড়িতে বিয়ের প্রলোভন দিয়ে রুমে আটকিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা মেয়েকে উদ্ধার করে এবং মেয়ের অভিভাবকদের খবর দেয়।

মেয়ের অভিভাবকরা চিকিৎসার জন্য মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। এদিন সন্ধ্যায় পবা থানায় একটি ধর্ষণ মামলা করে মেয়ের মা। মামলা থেকে জানা যায়, ধর্ষণকারী রাতুল ইসলাম নওহাটা নতুনপাড়ার নুরুল ইসলাম এর ছোট ছেলে।

এব্যাপারে পবা থানার ওসি তদন্ত বলেন, মেয়ের মা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করলে আসামীকে আটক করি। ভিকটিম বর্তমানে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে ও আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।