ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:২২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ৪০ দিনের ইজিপিপি কাজের উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 10, 2022 - 10:17 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি পর্যায়-২) কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রাম থেকে শশ্মান পর্যন্ত প্রধান অতিথি থেকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনিছার, শাহীন, সেন্টু, মর্জিনা, কার্য্য সহকারী মোর্শেদ প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে উপজেলায় ২ হাজার ৪’শ ৩৫ জন অতিদরিদ্র মানুষ (ইজিপিপি-২) এর আওতায় এসেছে। দৈনিক ৪০০ টাকা হারে মজুরি পাবেন শ্রমিকরা।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বর্তমান সরকার অতিদরিদ্রদের কথা চিন্তা করে কাজের পরিধি বিস্তৃত করেছে। মাথাপিছু ১৭৫ টাকা থেকে ৪০০ টাকা নির্ধারণ করেছে। এতে করে অতিদরিদ্র শ্রমিকরা উপকৃত হবেন।