ঢাকা | মে ১৭, ২০২৫ - ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: খাদ্যমন্ত্রী

  • আপডেট: Monday, May 9, 2022 - 10:30 pm

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সামিজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কেবলমাত্র অভিযান চালিয়ে, গ্রেপ্তার করে এবং সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি সোমবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এ সভায় সভাপতিত্ব করেন। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যটালিয়ন ও পত্নীতলা ব্যটালিয়নের কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহন করেন।

খাদ্যমন্ত্রী মাদক নিরসণে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মী কোন মাদক ব্যাবসায়ীর পক্ষে সুপারিশ করতে পারবে না। আগামী প্রজন্মকে মাদকের প্রভাব থেকে মুক্ত রেখে একটি সুন্দর জাতি ও সুষ্ঠু বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঝাপিয়ে পড়তে হবে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS