ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৬:৪২ অপরাহ্ন

শ্রমিক নেতা অসিত পাল হাসপাতালে ভর্তি

  • আপডেট: Monday, May 9, 2022 - 8:21 pm

স্টাফ রিপোর্টার: হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত পাল। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু এই তথ্য জানিয়েছেন। এর আগে তিনি রামেক হাসপাতালে অসিত পালকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় দেবাশিষ প্রামানিক দেবু অসিত পালের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।