ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১:০০ অপরাহ্ন

রাজশাহীতে ৭৮০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

  • আপডেট: Monday, May 9, 2022 - 8:17 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৭৮০ পিস ইয়াবা বড়িসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আজিজুল হাকিম আকাশ (২০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড়টাপ্পু গ্রামে তার বাড়ি।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার সন্ধ্যায় বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন আজিজুল হাকিম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার হয়।

এ নিয়ে বেলপুকুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।