ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:২৮ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘আসানির’ প্রভাবে বাগেরহাট, খুলনায় ভারি বৃষ্টি

  • আপডেট: Monday, May 9, 2022 - 12:30 pm

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আসানির’ প্রভাবে বাগেরহাটের সঙ্গে খুলনায়ও আজ সোমবার সকাল থেকে ভারি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে দমকা বা ঝড়ো বাতাস নেই।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আঘাত হানবে। এর প্রভাবে খুলনা উপকূলে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার জানান, এখন ২ নম্বর সংকেত চলছে, সংকেত ৪-এ উঠলে তখন তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করবেন। তিনি জানান, খুলনায় ৩৯৬টি সাইক্লোন শেল্টার রয়েছে। যেগুলোতে ২ লাখ ৯৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। প্রয়োজন হলে সেগুলো খুলে দেওয়া হবে।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, তারা সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সোনালী/জেআর