ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৪৭ পূর্বাহ্ন

কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগে এলাকাবাসী

  • আপডেট: Monday, May 9, 2022 - 10:19 pm

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলাতে পাঁকা সড়কের একই রাস্তায় দুটি কালভার্ট ভেঙে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

জানা যায়, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির নূনুজ হাটখোলা বাজারের তিন মাথা মোড়ের কালভার্ট ও নুনুজ মাদ্রাসার পার্শের কালভার্টটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে পথচারী ও ওই এলাকার জনসাধারণ। এই রাস্তার ভাঙা কালভার্টের উপর দিয়ে দিনে-রাতে চলাচলের সময় ঘটেছে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা। ভেঙ্গে পড়া স্থানে নেই কোন বিপদ সংকেত। গ্রামের লোকজন গাছের ডালপালা ফেলে সতর্ক করেছে এতেও দুর্ঘটনা কমছে না। ফলে দুইটি কালভার্ট যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ওই রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ আশেপাশের সকল জনগনকে এই ভাঙ্গা কালভার্ট দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাই অতি দ্রুত নতুন কালভার্টের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ননুজ হাটখোলা বাজারের তাজেম উদ্দিন বলেন, ৩৫ দিন আগে ননুজ হাটখোলা বাজারের কালভার্টটি মাঝখানে ভেঙে পড়ে যায়। একই রাস্তার ননুজ মাদ্রাসার নিকটের ছোট কালভার্টটিও প্রায় ১৫দিন হলো পুরোটাই ভেঙে গেছে। আমাদের ইউপিতে ইটভাটা বেশি হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ইট, মাটি বহণকারী ট্রাক্টর গুলো লাগাতার চলাচলে কালভার্ট দুটি ফেটে ভেঙ্গে দেবে যায়।

এ ব্যাপারে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবু হাসনাত মিজানুর রহমান কিশোর বলেন, গ্রামীন এলজিইডির সড়কের মাঝে ননুজ গ্রামের দুটি কালভার্টই পুরাতন ছিল, এলজিডির বরাদ্দকৃত স্বল্প অর্থের মাধ্যমে ব্রীজ দুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন হওয়াতে কালভার্ট দুটি ভেঙে পড়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে। নতুন দুটি কালভার্ট তৈরির ব্যপারে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ভাঙা দুটি কালভার্ট পরিদর্শন করেছি। অতি দ্রুত কালভার্ট দুটি নতুন করে নির্মাণ করা হবে।